ডিআইইউতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কোর্স
- ১৭ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে ঢাকার বাড্ডাস্থ সাতারকুলে স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম। নান্দনিক ৩টি ভবনে এবং ১টি টাওয়ারে এ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ৫টি অনুষদে ১২টি বিভাগে এ ইউনিভার্সিটিতে শিক্ষা দেয়া হয়। এই ১২টি বিভাগের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে উন্নত মানের শিক্ষা দেয়া হচ্ছে। আর এই শিক্ষাদানের মূলে রয়েছেন বুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর এবং বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘এখানে যোগ্য শিক্ষক, উন্নত পাঠ্যসূচি, ল্যাব এবং পদ্ধতির মাধ্যমে ইইই বিভাগ পরিচালিত করা হচ্ছে। ফলে এ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা যুগোপযোগী জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে’। তিনি বলেন, ‘এটি একটি ডায়ানমিক সাবজেক্ট। বাংলাদেশে এর চাহিদা দিন দিন বেড়ে চলছে।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা বলেন, আমরা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা দিয়ে থাকি। ফলে তারা চাকরি-বাকরির প্রতিযোগিতার বাজারে সফলকাম হতে পারছে ।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারেক বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকিয়ে থাকতে সক্ষম হয় সে ভাবে এ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীদের গড়ে তোলা হচ্ছে। বর্তমানে এ ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১০ হাজার। বিশ্বের বিভিন্ন দেশের ৫ শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে।
বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এম পি বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. এ.বি.এম. মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। তা অটুট রেখেই আমরাএ ইউনিভার্সিটি পরিচালনা করে আসছি। মূলত নি¤œবিত্ত পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্যই তিনি এটি প্রতিষ্ঠা করেন। বোর্ড অব স্ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. এস কিউ পাটোয়ারী বলেন, ‘জ্ঞানই শক্তি’- এই উদ্দেশ্য নিয়ে এ ইউনিভার্সিটিঁ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা টিউশন ফি কম নিলেও শিক্ষার গুণগতমানের ক্ষেত্রে কখনো আপস করি না।
উল্লেখ্য, এখানে ইইই দিবা শাখার টিউশন ফি ৩ লাখ ৭০ হাজার টাকা। ডিপ্লোমাধারীদের জন্য সান্ধ্যকালীন কোর্স ফি ২ লাখ ৫০ টাকা। বিদেশী ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি ৬ লাখ টাকা।
যোগাযোগ : মূল ক্যাম্পাস : সাতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০-৪,০১৩০২৬৯০৩৪০-৯, ০১৬১১৩৪৮৩৪৪-৮